Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

গৌরীপুরে ৪ কেজি গাঁজাসহ স্বামী স্ত্রী গ্রেপ্তার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

মে ২০, ২০২৩, ০৮:০০ পিএম


গৌরীপুরে ৪ কেজি গাঁজাসহ স্বামী স্ত্রী গ্রেপ্তার

ময়মনসিংহের গৌরীপুরে ৪ কেজি গাঁজাসহ স্বামী স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা বাহিনী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন জানান গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ মে) রাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের তাঁতকুড়া বাজার থেকে আবদুছ ছালাম ভূঁইয়া (৫০) ও মোছাঃ মাহমুদা বেগম (৩৮) কে ৪ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করেন। 

গ্রেফতারকৃতদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার চাপৈর (সাবাড়ি) ভাতশালা গ্রামে। ধৃতরা সম্ভবত ব্রাহ্মণবাড়িয়া  থেকে ট্রেনে এসে গৌরীপুর স্টেশনে নেমে সড়কপথে ময়মনসিংহ যাচ্ছিল।  

জানা গেছে সঙ্গীয় ফোর্স সহ এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি। উদ্ধারকৃত গাজার আনুমানিক মূল্য ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা। 

আটককৃত আসামীদের রাতেই গৌরীপুর থানায় সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে মানবদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণী ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়।

আরএস
 

Link copied!