Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ হাজার টাকা অর্থদণ্ড

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

মে ২০, ২০২৩, ০৮:০২ পিএম


দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ হাজার টাকা অর্থদণ্ড

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে মধ্যবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে ও খোলা অবস্থায় ব্রয়লার মুরগির মাংস বিক্রির অপরাধে দুইজন বিক্রেতাকে দুই হাজার টাকা, মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে বিনোদ দেবনাথকে দুই হাজার টাকা, বিসমিল্লাহ কনফেকশনারীকে এক হাজার টাকা ও লাকী কনফেকশনারীকে দুই হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে। 

ভোক্তা অধিকার আইনে এই অর্থদণ্ড আরোপ করা হয়। পরে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ প্যাকেটজাত দুধ, কেক, বিস্কুট, আচাড়, পানীয় ধ্বংস করা হয়।

উল্লেখ্য, লাকী কনফেকশনারীর বিরুদ্ধে বিভিন্ন সময় মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগ উঠেছিল এবং সম্প্রতি বিষয়টি নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে  অভিযোগ উত্থাপিত হয়েছিল।

সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার জানান, ভোক্তা অধিকার নিশ্চিতে ভবিষ্যতেও বাজার মনিটরিং অব্যাহত থাকবে। 

আরএস

Link copied!