Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

রাণীশংকৈলে ইয়াবাসহ যুবক আটক

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

মে ২১, ২০২৩, ০২:৫৮ পিএম


রাণীশংকৈলে ইয়াবাসহ যুবক আটক

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় উনত্রিশ পিছ ইয়াবাসহ মাসুদ আলী (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক মাসুদ আলী (২৬) পীরগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।

থানা সূত্রে জানা যায়, শনিবার (২০ মে) এসআই প্রদিপ চন্দ্র মহন্তের সঙ্গীয় ফোর্স এরশাদ আলীসহ থানা এলাকায় অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে মাসুদ আলীকে শনিবার বিকালে ২৯ পিচ ইয়াবা ট্যাবলেটসহ রানীশংকৈল থানাধীন কাতিহার বাজার এলাকায় পাঁকা রাস্তার উপর থেকে আটক করা হয় এবং উদ্ধারকৃত আলামত বিধি মোতাবেক জব্দ করা হয়।

এবিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, রাণীশংকৈল থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে উনত্রিশ পিছ ইয়াবাসহ মাসুদ আলী (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এই বিষয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

এইচআর

 

Link copied!