Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শাকিলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

কেরানীগঞ্জ প্রতিনিধি

কেরানীগঞ্জ প্রতিনিধি

মে ২২, ২০২৩, ০৫:১২ পিএম


শাকিলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ঢাকার কেরানীগঞ্জে চাঞ্চল্যকর স্কুল ছাত্র ও অটোরিকশা চালক শাকিল হত্যারীদের ফাসির দাবী তে মানববন্ধন ও বিক্ষোভ করেছে তার বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

সোমবার (২২ মে) দুপুরে উপজেলার জাজিরা মাধ্যমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। 

এসময় শিক্ষার্থীরা তাদের সহপাঠীর হত্যাকারী ইব্রাহিম, মো. শরিফাত, সাব্বির হোসেন মেহেদী ও জনির ফাঁসির দাবি জানায়।

এর আগে গত ১৯ মে সকালে দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশ দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মঠবাড়ী পদ্মা রেলওয়ে সেতুর নিচে সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন এর পরিত্যক্ত ইট ভাটার ভিতর থেকে শাকিলের গলা কাঁটা লাশ উদ্ধার করে। শাকিল জাজিরা গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলের।

আসামিরা জানিয়েছে, মদ পার্টির টাকা জোগার করতে হত্যা করা হয় শাকিলকে।

তার সহপাঠীরা জানিয়েছে, ছোট বেলায় বাবা হারানো শাকিল পরিবারকে সাহায্য করতে লেখা-পড়ার পাশাপাশি বিকেল ৫ টা থেকে ১০ টা পর্যন্ত ইজিবাইক চালিয়ে কোন মত চলছিলো ছোট সংসার। 

গত শুক্রবার সন্ধ্যায় ঘর থেকে বেরিয়ে আর বাসায় ফিরেনি শাকিল। পূর্বপরিচিত চার কিশোর গ্যাং গলা কেটে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নেয়। এমন বর্বর হত্যাকাণ্ডে জড়িত সকলের ফাঁসির দাবী জানান ছাত্রছাত্রী ও বিদ্যালয়ের শিক্ষকরা।

এইচআর
 

Link copied!