Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কুমিল্লায় হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ বাসযাত্রী আটক

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

মে ২২, ২০২৩, ০৭:৪৭ পিএম


কুমিল্লায় হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ বাসযাত্রী আটক

কুমিল্লা রিজিয়নের লাকসাম ক্রসিং হাইওয়ে থানার এসআই মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ এক বাসযাত্রীকে আটক করেন।

 জানা যায়, রোববার কুমিল্লা জেলার বরুড়া থানাধীন আবদুল ওদুদের বাড়ির সামনে কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের উপর চাঁদপুর গামী লেনে বোগদাদ পরিবহনের বাস নাম্বার কুমিল্লা ব -১১-০১৩৩ এর যাত্রী ১) তানজিল আরেফিন (২৪) পিতা- মনিরুজ্জামান সাং-৭৩০/১ পালপাড়া, থানা-  চাঁদপুর সদর‍‍`কে তল্লাশি করে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেট আনুমানিক মূল্য (পচাশি হাজার পাঁচশত টাকা) উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে হাইওয়ে কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ তিনি জানান উক্ত আসামির বিরুদ্ধে বরুড়া থানায় মামলা রুজু  প্রক্রিয়াধীন।

হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরএস

 


 

Link copied!