Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

গফরগাঁওয়ে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

মে ২২, ২০২৩, ০৮:৫৬ পিএম


গফরগাঁওয়ে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ

ময়মনসিংহের গফরগাঁওয়ে রাজশাহীতে প্রকাশ্য জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি কে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিহ হয়েছে।

সোমবার বিকালে পৌর শহরের মধ্যবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি,উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম,যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতাউর রহমান,নাজমুল হক ঢালী,আব্দুল্লাহ আল আমিন বিপ্লব,পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, উপজেলা যুবলীগের আহŸায়ক এম সালাউদ্দিন পলাশ,যুগ্ম আহŸায়ক মাহমুদ হাসান সজিব,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক আওরঙ্গ হেলাল,যুগ্ম আহŸায়ক দিদার আলম মাষ্টার,উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শানিল,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্ডল,পৌরসভা ছাত্রলীগের সভাপতি শাকিব মাহমুদ সিয়াম,সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন তানভীরসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাহমী গোলন্দাজ বাবেল এমপির নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষীন শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

আরএস

 

 

Link copied!