Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মদনে বজ্রপাতে একজন নিহত

মদন (নেত্রকোণা) প্রতিনিধি

মদন (নেত্রকোণা) প্রতিনিধি

মে ২৩, ২০২৩, ০৪:১২ পিএম


মদনে বজ্রপাতে একজন নিহত

নেত্রকোনার মদনে বজ্রপাতে ফারুখ মিয়া নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ মে) সকালে উপজেলায় প্রচণ্ড বজ্রপাতসহ মুষলধারে বৃষ্টি হয়। 

স্থানীয় সূত্র জানা গেছে,তিয়শ্রী ইউনিয়নের বাঘজান গ্রামের জয়নাল  মিয়া (৪৩) হাস নিয়ে বাড়ির সামনের হাওরে যায়। বাড়ি ফেরার সময় ঘন ঘন বজ্রপাতসহ মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় দ্রুত বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলে  নিহত হয়। 

সে বাঘজান গ্রামের আব্দুর রহমানের ছেলে । তার এমন মৃত্যুতে গ্রামের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া জানান, বজ্রপাতে বাগজান গ্রামের একজনের মৃত্যুর খরব পেয়ে তার বাড়িতে যাই তাৎক্ষণিক সরকারি সহায়তা হিসেবে তার পরিবারের সদস্যদের হাতে বিশ হাজার টাকা তুলে দেই।

আরএস

Link copied!