Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪,

কোটালীপাড়ায় বঙ্গবন্ধুর শান্তি পদক ‘জুলিও কুরি’ ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা

মো. মাসুম বিল্লাহ

মে ২৩, ২০২৩, ০৪:১৬ পিএম


কোটালীপাড়ায় বঙ্গবন্ধুর শান্তি পদক ‘জুলিও কুরি’ ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের " জুলিয় কুরি" শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আওয়ামী লীগের  উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) সকাল ১১ টায় একটি র‌্যালি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। 

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাদের আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, গোলাম কিবরিয়া দাড়িয়া, বিমলেন্দু সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক  আমিনুজ্জামান খান মিলন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান,উপজেলা কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল,কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রতন মিত্র, রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সর্বানন্দ বৈদ্য, যুবলীগ নেতা ফজলুল রহমান দিপু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হাজরা মন্নু, ভিপি কাইয়ুম শেখ, স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবলু হাজরা, যুবলীগ নেতা তাইজুল ইসলাম, বুলবুল হাজরা, কোটালীপাড়া ছাত্রলীগের সভাপতি  মেহেদী হাসান মুনসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএস

Link copied!