Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি প্রতিনিধি

মে ২৪, ২০২৩, ০৩:৫৩ পিএম


রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি পার্বত্য জেলার নিউ পুলিশ লাইন্সে রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

কল্যাণ সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার)।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ এর সঞ্চালনায় কল্যাণ সভার সভাপতি বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন।

সভায় সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ পুলিশ সুপার কাছে নানান সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন। বিগত মাসের সমস্যা সমূহ সমাধান হওয়ায় পুলিশ সুপার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

পুলিশ সুপার বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের সমস্যার কথা মনযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

এসময় পুলিশ সুপার সকলের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ রাঙ্গমাটির সকল থানা, ফাঁড়ি ও ক্যাম্প থেকে আগত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এইচআর

Link copied!