Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাণীশংকৈলে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে আটক ২

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

মে ২৪, ২০২৩, ০৭:৫০ পিএম


রাণীশংকৈলে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে আটক ২

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ২ জনকে আটক করা হয়েছে।

বুধবার (২৪ মে) দুপুরে উপজেলার হোসেন গাঁও ইউনিয়নের ডায়বেটিস মোড় সংলগ্ন সুন্দরপুর আদিবাসী এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় তাদের আটক করে স্থানীয়রা ।

আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার ফুলবাড়ী থানাধীন ইউসুফ খলিফার ছেলে মুন্না হাসান (৩৫) ও একই এলাকার আব্দুল মান্নানের ছেলে নুর মোহাম্মদ (৩৪) ।

থানা সূত্রে জানা যায় যে,অভিযুক্তরা দুজনে রানীশংকৈল উপজেলার হোসেন গাঁও ইউনিয়নের সুন্দর পুর গ্রামের আদিবাসী আমিন মার্ডির বাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে অভিযান চালায় ।এ সময়ে তারা আমিন মার্ডির পরিবারের লোকজনকে অবৈধ বাংলা মদের মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন এবং মামলা না দিলে টাকা দিতে হবে বলে জানান।পরে হুমকি দিয়ে তাদের কাছ থেকে ১৮ হাজার টাকা গ্রহণ করেন । ঐ সময় তাদের কথাবার্তা সন্দেহ হলে থানা পুলিশকে খবর দেন ভুক্তভোগীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি)গুলফামুল ইসলাম মন্ডল জানান, তাদের থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভুয়া ডিবি পুলিশ পরিচয় দেয়ার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরএস
 

Link copied!