Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বিজয়নগরে দণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী ভারতে পালানোর সময় গ্রেপ্তার

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

মে ২৫, ২০২৩, ০৪:০৭ পিএম


বিজয়নগরে দণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী ভারতে পালানোর সময় গ্রেপ্তার

ভারতে পালানোর সময় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তবর্তী এলাকা থেকে আল আমিন (৩৫) নামে এক যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৫ মে) ভোরে বিজয়নগর উপজেলাস্থ বিষ্ণুপুর ইউনিয়নের সীমান্তবর্তী ইকরতলী গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আল-আমিন উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড় গ্রামের মনু মিয়ার ছেলে। 

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, ‍‍`আল-আমিন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে অন্তত ১০টি মামলা রয়েছে এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গত ১৭ মে একটি ইয়াবার মামলায় ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেয় তাকে। আদালত কারাদণ্ডের আদেশ দেওয়ার পর অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করে আসছিল। বৃহস্পতিবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল সীমান্তবর্তী বিষ্ণুপুর ইউনিয়নের ইকরতলী গ্রামে অভিযান চালায়। অভিযানে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আল আমিনকে গ্রেফতার করা হয়।‍‍` 

পুলিশ জানায়, তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরএস
 

Link copied!