Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

পত্নীতলায় জাতীয় কবির ১২৪তম জন্মবার্ষিকী পালিত

মো. মাসুম বিল্লাহ

মে ২৫, ২০২৩, ০৪:১০ পিএম


পত্নীতলায় জাতীয় কবির ১২৪তম জন্মবার্ষিকী পালিত

নওগাঁর পত্নীতলায় উপজেলা কবি পরিষদের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির জীবন ও সাহিত্যকর্ম বিষয়ক আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) বেলা সাড়ে ১০টায় পত্নীতলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয় নজিপুর বাসস্ট্যান্ডে উক্ত আলোচনা সভায় মূল্যবান বক্তব্য রাখেন উপজেলা কবি পরিষদের সভাপতি কবি গুলজার রহমান, উপজেলা কবি পরিষদের সিনিয়র সহসভাপতি ও পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইউনুছার রহমান, উপজেলা কবি পরিষদের সাধারণ সম্পাদক ও পত্নীতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দীন আজাদ, উপজেলা কবি পরিষদের সাংগঠনিক সম্পাদক ছানাউল হোসাইন, নির্বাহী সদস্য সাবিনা ইয়াসমিন প্রমুখ।

আলোচনা শেষে কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন এর উপজেলা লাইব্রেরীয়ান মাও. মোহা. মাসুদ আলী।

এইচআর
 

Link copied!