Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চট্টগ্রামে রেলওয়ের ২০ কোটি টাকার জমি উদ্ধার

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

মে ২৫, ২০২৩, ০৬:৩০ পিএম


চট্টগ্রামে রেলওয়ের ২০ কোটি টাকার জমি উদ্ধার

চট্টগ্রামের সদরঘাট থানাধীন নিউমার্কেট এলাকায় অবৈধভাবে দখল করে রাখা রেলওয়ের ২০ কোটি টাকা মূল্যের জমি উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ মে) অভিযান পরিচালনা করে দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করে ৩০ শতক জমি উদ্ধার করে চান্দগাঁও সার্কেলের এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। পরে জমিগুলো রেলওয়েকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা আমার সংবাদকে বলেন, সরকারি সিটি কলেজের পাশে নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে রেলওয়ের ৩০ শতক জমি উদ্ধার করা হয়েছে।

দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে এসব জমিতে দোকান-স্থাপনা নির্মাণ করে ব্যবসা করে আসছিল। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের আদেশের প্রেক্ষিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ সরকারি ভূমি দখলদারির বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এইচআর
 

Link copied!