Amar Sangbad
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫,

মির্জাপুরে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মে ২৫, ২০২৩, ০৬:৩৬ পিএম


মির্জাপুরে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৯টার সময় উপজেলার গোড়াই ইউনিয়নের নয়াপাড়া এলাকার ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত উপজেলার গোড়াই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত চাঁন মোহন সরকারের ছেলে নারায়ণ সরকার (৫০) বলে জানা যায়।

থানা পুলিশের এসআই মজিবুর রহমান জানান, প্রাথমিক সুরতহালে নিহতের মাথায় ও শরীরের বিভিন্নস্থানে একাধিক কুপের আঘাত লক্ষ্য করা গেছে।

নিহতের ছেলে বিকাশ সরকার বলেন, সন্ধ্যায় ভাড়ায় চালিত অটোরিক্সা জমা দিতে যাওয়ার সময় গোড়াই নয়াপাড়া রেলক্রসিং এলাকায় চায়ের দোকানে তার বাবাকে নামিয়ে দেয়া হয়। তবে রাতে সেখান থেকে আর বাড়িতে ফিরেননি তার বাবা। 

সকালে তাকে খোঁজাখুজির সময় স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন নয়াপাড়া বিলের ঘাস ক্ষেতে তার বাবার লাশ পাওয়া গেছে। তার বাবার সাথে কোন বিষয়ে কারও কোন বিরোধ ছিলোনা বলে জানান তার ছেলে বিকাশ। স্থানীয় বেশকয়েকজন বলেন, নিহত নারায়ণের সাথে কারও কোন বিরোধ ছিলোনা।

এ ব্যাপারে সহকারি পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এসএম মনসুর মূসা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী মৌখিকভাবে অভিযোগ করেছেন, মামলার প্রস্তুতি চলছে।

এইচআর
 

Link copied!