Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

প্রধানমন্ত্রীর সোলার হোম সিস্টেম পার্বত্য অঞ্চলের অন্ধকারকে আলোকিত করেছে

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

মে ২৫, ২০২৩, ০৭:৩৭ পিএম


প্রধানমন্ত্রীর সোলার হোম সিস্টেম পার্বত্য অঞ্চলের অন্ধকারকে আলোকিত করেছে

পার্বত্যাঞ্চলের দূর্গম পাহাড়ী এলাকায়  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যােগে বাস্তবায়নাধীন "পার্বত্য চট্টগ্রামের দূর্গম  প্রত্যান্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প " শীর্ষক প্রকল্পের আওতায় খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ১ হাজার  ৮ শ,২৮ জনের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরের দিকে  গুইমারা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যােগে সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত   উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা  কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

গুইমারা উপজেলায় ৮কোটি ২১ লক্ষ ৮৬ হাজার ৮শ ৮০ টাকা ব্যায়ে মোট ১৮২৮ জনকে সোলার হোম সিস্টেম বিতরণ করা হবে বলে জানা যায়। তার মধ্যে গুইমারা সদর ইউনিয়নে ৯৭৮ এবং হাফছড়ি ইউপিতে ৮৫০ জনের মধ্যে এ সোলার হোম সিস্টেম বিতরণের কথা রয়েছে

এসময়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য-বাস্তবায়ন (উপ-সচিব) মোহাম্মদ হারুন অর রশীদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের   চেয়ারম্যান ও জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য কংজরী চৌধুরী,জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,সুদর্শী চাকমা, গুইমারা উপজেলা পরিষদের  চেয়ারম্যান মেমং মারমা,  খাগড়াছড়ি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: মুজিবুর রহমান, সহ  জন প্রতিনিধি,  ,উপজেলার পদস্থ কর্মকর্তা,   উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি,র বক্তব্যে ভারত প্রত্যাগত  উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা  কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন,  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে প্রতিটি সেক্টরে উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পার্বত্যাঞ্চলের ঘরে ঘরে আলো ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী  কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বর্তমান সরকার পার্বত্যাঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছেন এ ধারা অব্যাহত রাখতে আবারো আওয়ামী লীগকে জয়যুক্ত করতে সকলকে  ঐক্যবদ্ধ ভাবে  কাজ করার জন্য  আহবান জানান।

আরএস

 

Link copied!