মেহেরপুর প্রতিনিধি
মে ২৫, ২০২৩, ০৮:১০ পিএম
মেহেরপুর প্রতিনিধি
মে ২৫, ২০২৩, ০৮:১০ পিএম
মেহেরপুরের মুজিবনগরে বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে মতবিনিময় সম্মান অর্জনের জন্য বিদ্যালয় ও শিক্ষকবৃন্দের মাঝে পুরস্কার বিতরণ করেছে গুডনেইবারর্স বাংলাদেশ সিডিপি।
বৃহস্পতিবার (২৫ মে) বিকাল ৫ টায় বল্লভপুর প্রজেক্ট অফিসের আয়োজনে হল রুমে এই সভা ও পুরস্কার বিতরন করা হয়।
গুডনেইবারর্স মেহেরপুর সিডিপি এর সিনিয়র অফিসার (প্রোগ্রাম) রিফাত আল মাহমুদ এর সঞ্চালনায় এবং গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি বল্লভপুর প্রজেক্ট অফিসের ম্যানেজার বিভব দেওয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একাডেমি সুপারভাইজার হাসনাইন করিম।
সভায় উপজেলা ১০ টি বিদ্যালয়রে প্রধান শিক্ষক,১ জন সহকারি শিক্ষক এবং ১ জন এসএমসি সদস্য অংশ গ্রহন করেন।
অসামান্য অর্জনের জন্য মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয় কে পুরস্কৃত করা হয়।
সেই সাথে উপজেলার ভালো শিক্ষক হিসেবে অসামান্য অবদানের রাখার জন্য প্রধান শিক্ষক ইজারুল ইসলাম কে শ্রেষ্ঠ শিক্ষক ও আনন্দবাস মিয়া মুনসুর একাডেমীর রাসেল উদ্দিনকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক এবং আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শিবপুর এর তানিয়া আক্তার শ্রেষ্ঠ সহকারী শিক্ষকের পুরস্কার প্রদান করা হয়।
আরএস