Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বিষপানে ভ্যানচালকের মৃত্যু

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

মে ২৬, ২০২৩, ০৩:৫২ পিএম


বিষপানে ভ্যানচালকের  মৃত্যু

ঝালকাঠি নলছিটিতে এনজিও থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে না পারায় ইউসুফ আলী মৃধা (৪৫) নামে এক ভ্যানচালক বিষপানে মৃত্যুবরণ করেছে।

শুক্রবার (২৬ মে) সকালে পৌরসভার সারদল এলাকায় এ ঘটনা ঘটে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আতাউর রহমান  এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইউসুফ আলী মৃধা ওই এলাকার মৃত আব্দুল হাকিম মৃধার ছেলে। নিহতর ভাই ইউনুস আলী মৃধা জানান, আমার ভাই পেশায় একজন ভ্যানচালক। তিনি ৭টা এনজিও থেকে ঋণ নিয়েছিলো।

গতকাল বিকেলে ঋণের টাকা পরিশোধ করতে না পারায় এনজিও কর্মীরা চাপ দিয়েছে। এরপর থেকে রাতে আর বাসায় ফিরে নাই। সকালে আমাদের এখানের একজন গরু বানতে গিয়ে তাকে মাঠের মধ্যে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। আমরা উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ওসি মুহম্মদ আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। কোন অভিযোগ না থাকায় সুরতহাল সম্পন্ন করে পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

এইচআর

Link copied!