Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

ফলাফল মেনে নিলেন আজমত উল্লাহ

মো. মাসুম বিল্লাহ

মে ২৬, ২০২৩, ০৭:৩৬ পিএম


ফলাফল মেনে নিলেন আজমত উল্লাহ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন আওয়ামী লীগের পরাজিত মেয়র প্রার্থী অ্যাড. আজমত উল্লাহ খান। তবে নির্বাচনের ভোটগ্রহনে ইভিএমসহ আরো কিছু ত্রুটি ছিল, যা পর্যালোচনা করে খুঁজে বের করা হবে বলে তিনি জানিয়েছেন।

শুক্রবার (২৬ মে) সকালে গাজীপুরের টঙ্গীতে নিজ বাড়িতে তিনি সাংবাদিকদের এ কথা কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে, কিছু কিছু ত্রুটি ছিল ইভিএমের কারণে, অনেকইে ভোট দিতে পারেনি। নির্বাচনের রেজাল্ট যা হয়েছে আমি রেজাল্ট মেনে নিয়েছি এবং যিনি বিজয়ী হয়েছে তাকে আমি অভিনন্দন জানাই।

পরাজয় কারণ কি হতে পারে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আজমত উল্লাহ বলেন, আমি যেহেতু দলীয় প্রার্থী ছিলাম এটা আমরা বসে পর্যালোচনা করবো, পরাজয়ের কারণ পর্যালোচনা করা হবে। পরাজয়ের কি কি কারণ ছিল তা খুঁজে বের করা হবে।নির্বাচনের জয়ী প্রার্থী জায়েদা খাতুন আপনার সহযোগিতা চেয়েছেন, এমন প্রশ্নের জবাবে আজমত বলেন, সুন্দর সিটি করপোরেশন গড়তে কেউ যদি সহযোগিতা চান তা অবশ্যই বিবেচনা করবো।

এআরএস

 

Link copied!