Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত আন্দোলন চলবে: আমির খসরু

লক্ষীপুর প্রতিনিধি

লক্ষীপুর প্রতিনিধি

মে ২৬, ২০২৩, ০৮:০৬ পিএম


গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত আন্দোলন চলবে: আমির খসরু

যতক্ষণ গণতান্ত্রিক প্রক্রিয়া দেশে ফিরে না আসবে, সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত না হবে, ততক্ষণ রাস্তায় রাস্তায় আন্দোলন চলবে। 

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আওয়ামী লীগ ও সরকারের কঠোর সমালোচনা করে বলেন, নির্বাচন নিয়ে কোন আলোচনা হবে না, যতক্ষণ বাংলাদেশে লেভেল প্লেয়েইং ফিল্ড তৈরি হবে না। মনে রাখবেন চোরের দশদিন, গৃহস্থের একদিন।

শুক্রবার (২৬ মে) বিকেলে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীপুরে বিএনপির জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শহরের বশির ভিলা প্রাঙ্গনে এ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। 

লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি’র  সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন-বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির সহশিল্প বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, সহসাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ মজুমদার, হারুনুর রশিদ ভিপি হারুন ও সাবেক এমপি নাজিম উদ্দীন আহমেদ।

এইচআর
 

Link copied!