Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সিরাজদীখানে বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মে ২৭, ২০২৩, ০৬:০৯ পিএম


সিরাজদীখানে বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের দক্ষিণ কুসুমপুর লেবুতলা নামক এলাকায় একটি লাকড়ির ঘরে লাশ দুটি পড়ে থাকতে দেখে গ্রামবাসী। 

এলাকাবাসীর ধারণা করছে বজ্রপাতের সময় অটোরিকশা থামিয়ে তারা এই লাকড়ির ঘরে আশ্রয় নিয়েছিলেন। এ সময় বজ্রপাতে তাদের দুজনেরই মৃত্যু হয়।

তারা হলেন জেলার লৌহজং উপজেলার কনকসা বাজারের বটতলা এলাকার মোসলেম সরদারের ছেলে মো. জুম্মন সরদার (৪৫), একই এলাকার শাহজাহানের ছেলে কাউসার (৪৬)। জুম্মন সরদার পেশায় অটোচালক এবং কাউসার মাছ ব্যবসায়ী। 

ইছাপুরা ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ আহসান কবির শিশির বজ্রপাতে দুইজন ব্যক্তির মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুজনেই ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছে। আমি এ খবর পুলিশকে অবহিত করেছি।

সিরাজদীখান থানার পরিদর্শক (তদন্ত) মো.আজগর হোসেন জানান, বজ্রপাতে ইছাপুরা ইউনিয়নের কুসুমপুরে দুইজন ব্যক্তি নিহত হয়েছে। তাদের স্বজনরা লাশ সনাক্ত করার পর তাদের কাছে হস্তান্তর করা হয়।

এইচআর
 

Link copied!