Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ঝিনাইদহে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ঝিনাইদহ

ঝিনাইদহ

মে ২৭, ২০২৩, ০৮:১৩ পিএম


ঝিনাইদহে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ঝিনাইদহে অস্ত্র মামলার ১০বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী হাফিজ শেখকে ঝিনাইদহ হতে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

শনিবার (২৭ মে) বিকালে র‌্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল শনিবার সকালে ঝিনাইদহ জেলার সদর থানাধীন কালীকাপুর এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী হাফিজ শেখ (৩৩) কে গ্রেপ্তার করে।

আসামী হাফিজ শেখ ২০১১ সালের ১ অক্টোবর তারিখে অস্ত্রসহ আইন-শৃংখলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয় এবং আসামীর বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়। মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী হাফিজ শেখকে ১০ বছরের কারাদন্ড প্রদান করেন। 

আসামী আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র‌্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে উক্ত আসামীর অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।  গ্রেপ্তারকৃত আসামীকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরএস

 

 

Link copied!