Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

থানচিতে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক উপলক্ষে আলোচনা সভা

থানচি (বান্দরবান) প্রতিনিধি

থানচি (বান্দরবান) প্রতিনিধি

মে ২৮, ২০২৩, ০৪:৪৪ পিএম


থানচিতে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক উপলক্ষে আলোচনা সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে বান্দরবানের থানচিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ মে) দুপুরে থানচি উপজেলা পরিষদ মিলনায়তনে,  উপজেলা প্রশাসনের আয়োজনে, থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবুল মনসুর সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াই হ্লা মং মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুহাম্মদ ইমদাদুল হক, অফিসার ইনচার্জ থানচি থানা, মোঃ নিজাম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মোঃ জমির উদ্দিন আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয়ী ব্যাংক কর্মকর্তা, মোঃ সুজন মিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রমুখ।

এছাড়া এ সময় উপস্থিত ছিলেন, থানচি উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ।

আরএস
 

Link copied!