Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গাংনীতে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি পলিত

মো. মাসুম বিল্লাহ

মে ২৮, ২০২৩, ০৫:৫৫ পিএম


গাংনীতে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি পলিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে মেহেরপুরের গাংনীতে বর্ণাঢ্য  অনুষ্ঠান আয়ােজন করা হয়েছে।

অনুষ্ঠানের মধ্য ছিল বর্ণাঢ্য শােভাযাত্রা,আলােচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

রবিবার (২৮ মে)সকাল ১০টার দিকে গাংনী উপজেলা পরিষদের চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে শোভাযাত্রা একই স্হানে এসে শেষ হয়। 
উপজেলা প্রশাসন এই অনুষ্ঠান  আয়োজন করে।

এতে নেতৃত্ব প্রদান করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন (এমপি), গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক,গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলীসহ এসময় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্র ছাত্রীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

সকাল ১১টার দিকে গাংনী উপজেলা অডিটােরিয়ামে আলােচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মুন্টুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন (এমপি)
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক,গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী,বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম। বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, আওয়ামী লীগ নেতা ইয়াছিন রেজা, শিক্ষক নেতা পারভেজ সাজ্জাদ রাজা, গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাভেল।

অনুষ্ঠান শেষে শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরন করেন এবং গাংনী উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় মনােজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

আরএস
 

Link copied!