Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

হাটহাজারীতে বঙ্গবন্ধুর "জুলিও কুরি" প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

মে ২৮, ২০২৩, ০৬:১৭ পিএম


হাটহাজারীতে বঙ্গবন্ধুর

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের "জুলিও কুরি" শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

রোববার (২৮ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম মুক্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রশ্মি চাকমা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, ডেপুটি কমান্ডার হোসেন মাষ্টার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন, মোহাম্মদ মুজিবুর রহমান, হারুনুর রশিদ প্রমুখ। এসময় উপস্থিত ছিল, উপজেলা মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যমকর্মীও শিক্ষক শিক্ষার্থীগন। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরএস

 

Link copied!