Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর শ্রমিক নিহত

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

মে ২৯, ২০২৩, ০৫:১৩ পিএম


ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর শ্রমিক নিহত

পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ ইয়ান হোসেন নামে কিশোর শ্রমিক নিহত হয়েছে। সোমবার (২৯ মে) উপজেলার দক্ষিণ ইন্দুরকানীর মিলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত ইয়ান হোসেন (১৫) উপজেলার টগড়া গ্রামের কামাল খানের ছেলে।

প্রত্যক্ষদর্শী শ্রমিক মোঃ হাফিজুল ইসলাম জানান, আমরা ডাবের ব্যবসা করি। প্রতিদিনের মত আজকে মিলবাড়ীতে একটি ভ্যান নিয়ে ডাব আনতে যাই। ভ্যান রেখে হেটে যাওয়ার সময় রাস্তার পাশের একটি ঝুলন্ত তার দেখতে পেয়ে তারটি সরানোর সময় ইয়ান হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে ইন্দুরকানী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে। মোঃ ইয়ান খান টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসায়  ৮ম শ্রেনীর ছাত্র ।

ইন্দুরকানী পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মোঃ ইসলাম জানান, দক্ষিন ইন্দুরকানী ২৪০ ভোল্টে পল্লী বিদ্যুৎ লাইনের তার কিভাবে ছিড়ে পড়ে গেল তাহা জানিনা, তবে দুর্ঘটনা পরে আমাদের কাছে দুপুরে ১২টার দিকে এক ব্যক্তি ফোন করলে তাৎক্ষনিক লাইন বন্ধ করে দিই ।

আরএস
 

Link copied!