Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

উলিপুরে ফুল মিয়া হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

মে ২৯, ২০২৩, ০৭:৪৯ পিএম


উলিপুরে ফুল মিয়া হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুরে ফুল মিয়া (৬২) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীদের ফাঁসির দাবীবে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৯ মে) উপজেলার বজরা ইউনিয়নের মাঠিয়াল আদর্শ বাজার এলাকায় এ মানববন্ধনে শতাধিক নারী পুরুষ অংশগ্রহন করেন। 

মানববন্ধন চলাকালে ফুল মিয়ার হত্যাকারীদের ফাঁসির দাবীতে বক্তব্য রাখেন, নিহতের স্ত্রী মিনারা বেগম, ছেলে মিজানুর রহমান, মেহেদী হাসান, এলাকাবাসী মাহমুদু হাসান বকুল ও হাবিবুর রহমান প্রমুখ। 

উল্লেখ্য, গত ২৫ মে উপজেলার বজরা ইউনিয়নের পূর্ব বজরা আদর্শ মাঠিয়াল এলাকায় জহুর আলীর ছেলে ফুল মিয়া (৬২) জমির সীমানায় প্রতিবেশি জহুরুদ্দিনের ছেলে ফেরদৌস (৫০) এর সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফেরদৌস ও তার পরিবারের লোকজন ফুল মিয়ার উপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করেন। এ সময় স্থানীয়রা ফুল মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

ঘটনার দিন পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ফেরদৌসসহ ৬জনকে আটক করেন। 

আরএস
 

Link copied!