শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
মে ৩০, ২০২৩, ০৭:০৯ পিএম
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
মে ৩০, ২০২৩, ০৭:০৯ পিএম
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরিষাকোল বাজারে আজ মঙ্গলবার গো-খাদ্যে ভেজাল মিসানোর জন্য ভ্রাম্যমাণ আদালতে `ভাই ভাই ট্রেডার্সে`র দোকান মালিক দূর্গাদহ গ্রামের আক্কাছ সত্তনারায়নের ছেলে সুশীলকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লিয়াকত সালমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ বিল্লাল হোসেন ও ভেটেরিনারী সার্জন ডাঃ মাহফুজুর রহমান।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ বিল্লাল হোসেন জানান, উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের মশিপুর সরিষাকোল মাদ্রাসা বাজারে ভাই ভাই ট্রেডার্স মালিক সুশীল দীর্ঘদিন যাবৎ অনুমোদন বিহীন গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরি করে বাজারজাত করছে। গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালালে সেখানে ভেজাল গোখাদ্য তৈরির সত্যতা পাওয়া যায়।
এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান ঐ দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। জনসার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আরএস