Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফরিদপুরে পিকআপের চাপায় বৃদ্ধ নিহত

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

জুন ১, ২০২৩, ১২:৫৬ পিএম


ফরিদপুরে পিকআপের চাপায় বৃদ্ধ নিহত

ফরিদপুর শহরের আলীপুর ব্রীজের ঢাল এলাকায় রাস্তা পারাপারের সময় পিকআপ চাপায় লাকী সিকদার (৫২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

বুধবার (৩১ মে) রাত সোয়া নয়টার দিকে এ দূর্ঘটনা ঘটে। তিনি শহরের লালননগর এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে, রাতে সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি পিকআপ তাকে চাপা দেয় এবং তিনি গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, বুধবার দিনগত রাতে দ্রুতগামীর একটি অজ্ঞাত পিকআপ ওই বৃদ্ধকে চাপা দিয়ে পালিয়ে যায় এবং তিনি নিহত হন।

এ ঘটনার পর স্থানীয়রা প্রায় আধাঘন্টা ধরে ওই স্থানে স্পিড ব্রেকারের দাবীতে সড়ক অবরোধ করে রাখে। পরে তাদের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়।

এইচআর

Link copied!