Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কেরানীগঞ্জে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে বিক্ষোভ

কেরানীগঞ্জ প্রতিনিধি

কেরানীগঞ্জ প্রতিনিধি

জুন ১, ২০২৩, ০৬:৪২ পিএম


কেরানীগঞ্জে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে বিক্ষোভ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের প্রফেসর হামিদুর রহমান স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী আসিফ সরকার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১ জুন) সকালে স্কুল প্রাঙ্গণ হতে একটি মিছিল বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। 

এসময় তার সহপাঠীরা খুনি আলেয়া, আকাশ, শাকিল, শান্তাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 

বিক্ষোভ মিছিলে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। উল্লেখ্য, গত ২ এপ্রিল পারিবারিক কলহের জেরে  প্রতিবেশী আলেয়া ও তার স্বজনরা দেশি অস্ত্র দিয়ে স্কুল ছাত্র আসিফকে মারাত্মক ভাবে আহত করে। 

পরে দীর্ঘ ৫৭ দিন চিকিৎসাধীন অবস্থায় থেকে তার মৃত্যু হয়। এব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এইচআর

Link copied!