Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাজেট ২০২২-২৩

তিস্তা রক্ষায় অর্থায়ন দাবীতে ৫ মিনিট স্তব্ধ রংপুর

রংপুর প্রতিনিধি

রংপুর প্রতিনিধি

জুন ১, ২০২৩, ০৭:৩০ পিএম


তিস্তা রক্ষায় অর্থায়ন দাবীতে ৫ মিনিট স্তব্ধ রংপুর

চলতি বাজটে তিস্তাকে নিজস্ব অর্থায়নে বাঁচাতে বরাদ্দ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে রংপুরে পাঁট মিনিট কর্মসূচি পালিত হয়েছে। 

তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের আয়োজনে বৃস্পতিবার (১ জুন) বেলা ১১টায় বিভাগের ২৯টি পয়েন্টে একযোগে এ কর্মসূচি পালিত হয়। 

এ সময় সবধরনের যান চলাচল বন্ধ থাকে। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ রাস্তয় দাঁড়িয়ে অংশ নেন। পাঁচ মিনিট সবকিছু থেকে থমকে ছিল রংপুর। নগরভবনের সামনে স্তব্ধ কর্মসূচিতে অংশ নেন সংগঠনের প্রধান উপদেষ্টা রংপুর সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

মেয়র বলেন, ভাঙন আর বন্যায় ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষের দীর্ঘশ্বাসে তিস্তা পাড়ের আকাশ-বাতাস ভারী হয়ে আছে। তিস্তার দুঃখ লাঘবে আমরা তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ গঠন করেছি। 

তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ তিস্ত ইাস্যুতে ছয় দফা দাবীতে আন্দোলন অব্যাহত রেখেছে। তিস্তা আন্দোলন বর্তমানে গণআন্দোলনে রুপ নিয়েছে। বাজেটে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়ে মেয়র বলেন, এ আন্দোলন আরো বড় আকারে ছড়িয়ে পরবে। 

এর আগে ৬ মে রংপুরে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়াও তিস্তা চুক্তি সই করাসহ দ্রæত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়রে দাবীতে ২০২০ সালের ১ নভেম্ব নদীর ২৩০ কিলোমিটারব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে সংগঠনটি। এতে প্রায় দুই লাখ মানুষ অংশ নেয়।

তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানির সভাপতিত্বে স্তব্ধ কর্মসূচিতে অংশ নেন- রংপুর মহানগর সুজনের সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জুসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এইচআর

 

Link copied!