Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গাংনীতে পুলিশ কনস্টেবলের অস্বাভাবিক মৃত্যু

সাইদ হাসান, গাংনী (মেহেরপুর)

সাইদ হাসান, গাংনী (মেহেরপুর)

জুন ৪, ২০২৩, ০৭:৪৬ পিএম


গাংনীতে পুলিশ কনস্টেবলের অস্বাভাবিক মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার  এলাঙ্গী পুলিশ ক্যাম্পের কনস্টেবল আবু শাহেদ মারা গেছেন। তিনি   কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া গ্রামের মাঠপাড়ার বজলুর রহমানের ছেলে। তার কনস্টেবল  ব্যাচ নং- খুলনা রেঞ্জ-৭১৬।

রবিবার (৪ জুন) সকাল  ৯টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, তার মৃত্যু হয়।
কি কারণে তার মৃত্যু হয়েছে এখনও তা জানা যায়নি।

গাংনী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আব্দুর রাজ্জাক জানান, কনস্টেবল আবু শাহেদ রবিবার সকালে  ৮ টার দিকে টিউটি শেষ করে তার কর্মস্থলে তার এলাঙ্গী পুলিশ ক্যাম্পে বিছানায়  শুয়ে পড়ে। সকাল ৯টার  দিকে সহকর্মীরা তাকে বিছানায় অসুস্থ্য অবস্থায় দেখে।  এসময় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা  স্বাস্থ্য  কমপ্লেক্স নিলে জরুরী বিভাগের ডাক্তার তাকে মৃত অবস্থায় দেখতে পাই। 

গাংনী উপজেলা   স্বাস্থ্য  কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার  ডাক্তার  আব্দুল্লাহ  আল মারুফ  জানান,পুলিশ কনস্টেবল আবু  শাহেদকে চিকিৎসা দেয়ার আগেই  মারা যায়। কি  কারণে  মারা  গেছে  সেটি  পরিস্কার বােঝা  যায়নি তবে ময়নাতদন্ত করলে হয়তো বোঝা যাবে ঘটনাটা কি ঘটে ছিলো।

এদিকে খবর পেয়ে মেহেরপুর পুলিশ  সুপার রাফিউল আলম (পিপিএম -সেবা) কনস্টেবল  আবু  শাহেদকে  দেখতে  গাংনী   উপজেলা  স্বাস্থ্য  কমপ্লেক্স  আসেন।

পুলিশ  সুপার  রাফিউল  আলম  জানান, কি কারণে আবু  শাহেদ  এর  মৃত্যু  হয়েছে, তা  নিশ্চিত  না।  তবে  ময়না   তদন্ত  করা  হবে।  ময়না তদন্তের৷ রিপাের্ট হাতে পেলে, মৃত্যুর  কারণ বলা সম্ভব  হবে।

আরএস

Link copied!