Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫,

ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষক নিহত

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুন ৫, ২০২৩, ০৪:৫৪ পিএম


ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষক নিহত

ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মজনু মজুমদার (৩৫) নামে এক শিক্ষক নিহত হয়েছে। সোমবার (০৫ জুন)  ফেনী-ছাগলনাইয়া সড়কের কালারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত  মজনু ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের প্রধান সহকারী ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শান্তির হাট এলাকার বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কালারপুল এলাকায় ফেনী থেকে আসা দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন মজনু মজুমদার। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহতের সহকর্মীরা জানান, রবিবার কলেজ কার্যক্রম শেষ করে অসুস্থ স্ত্রীকে দেখতে মোটরসাইকেলযোগে ফটিকছড়িতে যান মজনু।

সেখান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।এ খবরে ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে শোকের ছায়া নেমে এসেছে।

ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সোয়াইব ইমতিয়াজ জানান, হাসপাতালে আনার আগেই মজনুর মৃত্যু হয়েছে।

এদিকে ছাগলনাইয়া থানার ওসি সুদ্বীপ রায় পলাশ বলেন,নিহতের মরদেহ  হাসপাতালে নেওয়ার পর স্বজনরা কাউকে কিছু না বলে লাশ নিয়ে চলে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এআরএস

 

Link copied!