Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

দেশের বিভিন্ন স্থানে বিশ্ব পরিবেশ দিবস পালিত

মো. মাসুম বিল্লাহ

জুন ৫, ২০২৩, ০৮:৩৪ পিএম


দেশের বিভিন্ন স্থানে বিশ্ব পরিবেশ দিবস পালিত

‘প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে, ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৫জুন) দেশের বিভিন্ন স্থানে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। 

প্রতিনিধিদের পাঠানো খবর—

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে খাগড়াছড়ি বন বিভাগ ও তৃণমূল উন্নয়ন সংস্থার সহযোগিতায় খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে থেকে র্যালি বের হয়ে র্যালি পরবর্তী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. জুনায়েদ কবির সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ন কবির বিশ্ব পরিবেশ দিবসের বিভিন্ন বিষয় নিয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রেজেন্টেশন করেন।

এসময় খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) মাহমুদা বেগম, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার বাপ্পি চত্রুবর্তী, খাগড়াছড়ি জেল সুপার মো. জাবেদ মেহেদী, খাগড়াছড়ি বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. মোজ্জামেল হোসেন, খাগড়াছড়ি সদর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বাবু রাম চাকমা, তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা প্রমুখ।

দিনাজপুর : জেলা প্রশাসক চত্বর হতে বর্ণাঢ্য র্যালি নেতৃত্ব দেন অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী, বিশেষ অতিথি জোনাল সেটেলমেন্ট অফিসার মো. শামছুল আজম। র্যালি শেষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শাকিল আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জোনাল সেটেলমেন্ট অফিসার মো. সামছুল আজম ও সহকারী কমিশনার আরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের সিনিয়র কেমিস্ট এ.কে,এম ছামিউল আলম কুরসি। মুক্ত আলোচনায় অংশ নেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, হাবিপ্রবির সহকারী অধ্যাপক মো. যোবাইদুর রহমান, সহকারী অধ্যাপক মো. দেলওয়ার হোসেন প্রমুখ।

মৌলভীবাজার: জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা কালেক্টরেট ভবনের সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় শিল্পকলা কন্ডনেস রুমে একা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডাক্তার উর্মি বিনতে সালাম জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিসবাহুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম সুদর্শন কুমার রায়, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মঈদুল ইসলাম। র্যালি ও আলোচনা সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, কর্মচারী ও স্কুল কলেজের শিক্ষার্থীরাসহ আরো অনেকেই অংশগ্রহণ করেন।

নাটোর : র্যালি পরবর্তী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আযোজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুকুমার সাহা। এছাড়াও সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নাটোর সদর সার্কেল মাহমুদা শারমিন নেলী, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র, বন্ধু ফাউন্ডেশনের নির্বাহি পরিচালক হারুন-উর-রশিদ প্রমুখ।

ঝিনাইদহ : পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মিনি ইকোপার্কে বৃক্ষ রোপণ করা হয়। বৃক্ষরোপণ শেষে জেলা প্রশাসক কার্যালয় মিলনাতায়নে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, সিভিল সার্জন শ্রভ্রা রানী দেবনাথ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্রীরুপম মজুমদার, যুব ফেডারেশনের আহ্বায়ক এস.এম রবিসহ অন্যরা বক্তব্য রাখেন।

নড়াইল : জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে র্যালি পরবর্তী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আশফাকুল হক চৌধুরীর উপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফকরুল হাসানের (সার্বিক) সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী, পরিবেশ অধিদপ্তর নড়াইল। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী ড. লুৎফর রহমান ও বিভিন্ন দপ্তরের নির্বাহী প্রধানরা।

জীবননগর (চুয়াডাঙ্গা) : জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. রোকুনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, জীবননগর থানার ওসি (অপারেশন) মো. মতিয়ার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার প্রমুখ।

কলাপাড়া (পটুয়াখালী): চিংগড়িয়া রাজেন্দ্র প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র কলাপাড়া শাখার উদ্যোগে বৃক্ষ রোপণ করা হয়। বিদ্যালয় মাঠের চারপাশে রোপণ করা হয় পেয়ারা, আকাশমনি, নিম ও আমলকি গাছের চারা। এসময় পদক্ষেপ মানিবক উন্নয়ন কেন্দ্র কলাপাড়া শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো. আব্দুল হালিম, রাজেন্দ্র প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন নাহার বেগম, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি এস.কে রঞ্জন, সাবেক অর্থ সম্পাদক মো. ওমর ফারুক ও পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র কলাপাড়া শাখার অফিসারসহ ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

মানিকছড়ি (খাগড়াছড়ি) : উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি প্রকল্পের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে র্যালি শেষে টাউন হলে বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইউনুছ নুরের সঞ্চালনা ও কারিতাসের মাঠ কর্মকর্তা মো. সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন আহম্মদ, মেডিকেল অফিসার মো. আবরাম মাহমুদ, রাণী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাইমুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. কামরুল আলম, মানিকছড়ি থানার উপ-পরিদর্শক মো. নাজমুল হাসান প্রমুখ।

ফুলপুর (ময়মনসিংহ) : উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, ফুলপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুলাহ আল বাকী, ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জহুরা খাতুন, ফুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ইয়াসমিন রিটা প্রমুখ। এছাড়া কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নালিতাবাড়ী (শেরপুর) : দিবসটি উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে একটি র্যালি বের হয়। পরে উপজেলা হলরুম তেপান্তরে উপজেলা নির্বাহী অফিসার খৃস্টফার হিমেল রিসিলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজকুরনী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সনাক সভাপতি সদরুল হাসান মাসুম, গ্রামীন সবুজবাংলার চেয়ারম্যান খন্দকার আব্দুল আলীম, সাংবাদিক জাহাঙ্গীর আলম তালুকদার, মনিরুল ইসলাম প্রমুখ।

কালীগঞ্জ (লালমনিরহাট) : উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জহির ইমামের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, তুষভাণ্ডার ইউপি চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন রহমান, কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম হেলাল প্রমুখ।

মহেশপুর (ঝিনাইদহ) : পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশনের  আয়োজনে  ও শিশু নিলয় ফাউন্ডেশনের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালি বের করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার  কাজী সাত্তার, শিশু নিলয় ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শরণখোলা (বাগেরহাট): সুন্দরবন সংলগ্ন শরণখোলা বাজারে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহ-ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি আব্দুল ওয়াদুদ আকনের সভাপতিত্বে ও আরিফুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শরনখোলা সহব্যবস্থাপনা সংগঠনের কোষাধ্যক্ষ ফরিদ খান মিন্টু, শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, আবুল আসলাম তুহিন, রুমা বেগম, সিয়াব বিন হাবিব, রফিকুল ইসলাম, আবদুল্লাহ আল নোমান, সাংবাদিক শেখ নাজমুল প্রমুখ।

ধর্মপাশা (সুনামগঞ্জ) : উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ গণমিলনায়তনে এর আয়োজন করে।  এতে  সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার এবং পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. অলিদুজ্জামান। এতে বক্তব্য দেন  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা কানম, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শ্যমল পাল,  ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম এ রেজা পহেল, সুনামগঞ্জ জেলার ব্র্যাকের সমনয়ক একে আজাদ প্রমুখ।  

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) : উপজেলা প্রশাসনের আয়োজনে, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়াম প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা  নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদের সভাপতি এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বিশ্ব পরিবেশ দিবস দিবসের তাৎপর্যের উপর বক্তব্য প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ, দিগেন্দ্র বর্মন সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিমলাংশু রায়, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের   বীর মুক্তিযোদ্ধা মো. আফতাব উদ্দিন, এফআইভিডিবির প্রতিনিধি প্রমুখ। উপস্থিত ছিলেন ও উপজেলা সহকারী (ভূমি) শিল্পী রানী মোদক, বিভিন্ন অফিসের সরকারি কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী গন, এফআইবিডিবির প্রতিনিধি প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) : কসবা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে পরিছন্নতা অভিযান, র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় স্বাধীনতা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিনুল এহসান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কসবা পৌর মেয়র মো. গোলাম হাক্কানী, কসবা প্রেস ক্লাব সভাপতি মো. সোলেমান খান ও সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন। 
অনুষ্ঠানে পৌর সদরের রাস্তাঘাটে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়। অনুষ্ঠানে কসবা পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্কাউট শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কালুখালী (রাজবাড়ী) : র্যালী পরবর্তী কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. সজীব এর সভাপতিত্বে এ উপলক্ষ্যে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় উপজেলা সহাকারী কমিশার (ভূমি) মেহেরুন্নাহার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট (অব.) আকামত আলী মণ্ডল, উপজেলা প্রকৌশলী মো. তৌহিদুল হক জোয়ার্দ্দার, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দীকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে বৃক্ষরোপণ করা হয়।

কটিয়াদী (কিশোরগঞ্জ): কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের পাড়া মন্ডলভোগ কারিগরি স্কুল এন্ড কলেজ ও পাড়া মন্ডলভোগ বঙ্গবন্ধু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে ফলজ, বনজ ও ওষুধী গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। স্কুল এন্ড কলেজ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পাড়া মন্ডলভোগ কারিগরি স্কুল কলেজের দাতা সদস্য মো. আব্দুল আলী, বিশেষ অতিথি ছিলেন দাতা সদস্য মো. ইসলাম উদ্দিন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাড়া মন্ডলভোগ কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, সৈয়দ ছামিউল আলীম শশী, মোছা. রিক্তা বেগম, মো. সাদ্দাম হোসেন, আবু ছায়েদ (সুজন), ও রাব্বি মিয়া প্রমুখ।

মোল্লাহাট (বগেরহাট) : উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যাপ্টিষ্টর আয়োজনে আলোচনা সভা, র্যালি ও গাছের চারা বিতরণ করা হয়। ব্যাপ্টিষ্ট এইড বিবিসিএফ এর মোল্লাহাট শিশু, যুব ও সমাজ উন্নয়ন প্রকল্পের (এমসিওয়াইসিডিপি) উদ্যোগে, ট্রান্সফর্ম এইড ইন্টারন্যাশনাল ও অস্ট্রেলিয়ান এইড এর আর্থিক সহায়তায় কোদালিয়া ইউনিয়নের সরসপুর ও আটজুড়ী ইউনিয়নের দত্তডাঙ্গায় ভিডিএফ ও সঞ্চয় দলের সদস্যদের অংশগ্রহনে উক্ত কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম ও মো. মনিরুজ্জামান মিয়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রকল্প ব্যবস্থাপক রিচার্ড স্বপন দাস। 

আরএস

Link copied!