Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নবীনগরে আ.লীগ নেতার ওপর হামলার ঘটনায় মামলা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জুন ৬, ২০২৩, ০৪:১৬ পিএম


নবীনগরে আ.লীগ নেতার ওপর হামলার ঘটনায় মামলা

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে পাওনা টাকা চাইতে গিয়ে বাড়ি ফেরার পথে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্লাহ আল রুমান ও তার  লোকজনের হামলার স্বীকার হওয়ায় ৪ জনকে আসামি করে নবীনগর থানায় মামলা করেছেন আলমনগরের আহত আ.লীগ নেতা মহসিনের বোন সাবিনা ইয়াসমিন পুতুল। 

মামলা সূত্রে জানা যায়, ৫ জুন সন্ধ্যায় উপজেলার পৌর এলাকার ১নং ওয়ার্ড আলমনগরের জহুরুল হকের স্ত্রী ছাকিনা আক্তারের নিকট ওই ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মহসিন তার বোনের  ৪ বছর পূর্বের পাওনা টাকা চাইতে যায়।

সেখানে তাকে না পেয়ে বাড়ির ফেরার পথে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও একই গ্রামের খোরশেদ আলমের ছেলে আবদুল্লাহ আল রুমান, আশাব আলীর ছেলে মুজিবুর রহমান, খোরশেদ আলমের ছেলে রুবেল মিয়া, শফিকুল ইসলামের ছেলে রাজিব তাকে এলোপাতাড়িভাবে মারধর করে মারাত্মকভাবে আহত করে এবং তার লুঙ্গির গোছায় থাকা ৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

এবিষয়ে চিকিৎসা শেষে নবীনগর থানায় ওইদিন রাতেই আহতের বোন সাবিনা ইয়াসমিন পুতুল বাদী হয়ে নবীনগর থানা মামলা নং ৩ দায়ের করেন।

নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, গতরাতেই মামলা  হয়েছে, আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এইচআর

Link copied!