Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

বোয়ালমারীতে প্রধানমন্ত্রীর উপহার পেলো ২৭ জন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

জুন ৬, ২০২৩, ০৪:২২ পিএম


বোয়ালমারীতে প্রধানমন্ত্রীর উপহার পেলো ২৭ জন

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘর আশ্রয়ন প্রকল্পের চতুর্থ ধাপে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা ও সেবানন্দপুর গ্রামে ২৭ জন ভূমিহীনদের ঘর বিতরন করা হয়েছে। 

সোমবার (৫ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসাইন সরোজমিনে গিয়ে লটারীর মাধ্যমে ঘরগুলো বিতরন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেহেদী হাসান মৃধা, সাতৈর ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, সাতৈর ভূমি অফিসের তহসীলদার মো. ফরিদুল ইসলাম, ইউপি সদস্য মো. মান্নান মোল্যা প্রমুখ। 

ঘর বিতরণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসাইন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের জমি এবং ঘর দিয়েছেন আপনারা সকলেই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। তিনি আরো বলেন, আপনাদের ঘরের পাশ দিয়ে যে জমি আছে ওই জমিতে সবজির চাষ করবেন।

এইচআর

Link copied!