Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কালীগঞ্জে অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

জুন ৬, ২০২৩, ০৮:৫২ পিএম


কালীগঞ্জে অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উক্ত ব্যক্তি উপজেলার দলগ্রাম ইউনিয়নের কালভৈরব এলাকায় সংজ্ঞাহীন অবস্থায় পড়েছিল। পথচারী জনৈক গৌরাঙ্গ তাকে উদ্ধার করে সোমবার রাত ৯:১০ মিনিটে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করান। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: দেবব্রত কুমার রায় জানান, গতকাল রাতে গৌরাঙ্গ নামে একজন অজ্ঞাত এক ব্যক্তিকে সংজ্ঞাহীন অবস্থায় হাসাপাতালে ভর্তি করান। তার শ্বাসকষ্ট ছিল। আজ মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।  বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।  

এবিষয়ে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) চার্জ অফিসার (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

আরএস

Link copied!