Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

এনায়েতপুরে যুবকের আত্মহত্যা

এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

জুন ৭, ২০২৩, ০৩:৩৩ পিএম


এনায়েতপুরে যুবকের আত্মহত্যা

সিরাজগঞ্জের এনায়েতপুরে বউ পছন্দ না হওয়ায় বাসর রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন লক্ষ্মণ বিশ্বাস (২৫) নামের এক যুবক।

বুধবার (৭ জুন) ভোরে এনায়েতপুর থানার খুকনি ইউনিয়নের ঝাউপাড়ায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে এনায়েতপুর থানা পুলিশ। মৃত লক্ষণ খুকনি ঝাউপাঠা গ্রামের আরাণ বিশ্বাস এর ছেলে।

মৃত লক্ষ্মণের বড় ভাই শরৎ বলেন, মঙ্গলবার বিকেলে পার্শ্ববর্তী তারাশ উপজেলার গণেশচন্দ্রের মেয়ে  চৈতী (২০) সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় লক্ষ্মণের। রাতেই নতুন বউকে বাড়িতে আনা হয়। ভোরে বউ বাইরে বের হলে সেই সুযোগে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, আমরা খুকনি ঝাউপাড়া থেকে একটি লাশ উদ্ধার করেছি। প্রাথমিক প্রক্রিয়া শেষে  ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে ।

এইচআর

 

Link copied!