Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

চকরিয়ায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

জুন ৭, ২০২৩, ০৫:০৭ পিএম


চকরিয়ায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে থাক্কা লেগে মো. ফরহাদ (২২) নামে এক যুবক নিহত ও তার বন্ধু আহত হয়েছে। 

বুধবার দুপুর দেড়টার দিকে হারবাং ইউনিয়নের ভান্ডারির ডেবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক ফরহাদ লক্ষীপুর এর নাজেরহাট এলাকার মো. মোস্তাফার ছেলে।

প্রত্যক্ষদর্শী লোকজন ও চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, দুই বন্ধু কক্সবাজার থেকে বেড়িয়ে ঘরে ফেরার পথে চকরিয়ার হারবাং ভান্ডারির ডেবা এলাকায় পৌছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে ফরহাদ নিহত হয়।

এসময় আহত হয় অপর বন্ধু। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। নিহতের লাশ উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এইচআর

Link copied!