Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মেয়াদ উত্তীর্ণ গোখাদ্য রাখায় বিক্রেতাকে জরিমানা

আখাউড়া প্রতিনিধি

আখাউড়া প্রতিনিধি

জুন ৮, ২০২৩, ০১:২৬ পিএম


মেয়াদ উত্তীর্ণ গোখাদ্য রাখায় বিক্রেতাকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মেয়াদ উত্তীর্ণ গোখাদ্য (ভুসি) রেখে বিক্রি করার অভিযোগে মো.জাকির মাস্টার নামের এক ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ জুন) সন্ধ্যার দিকে আখাউড়া পৌর শহরের দেবগ্রাম এলাকায় গোপন সংবাদ পেয়ে এ অভিযান পরিচালনা করেন আখাউড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী।

অভিযান সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ গোখাদ্য (ভুসি) রেখে বিক্রি করে আসছিল ব্যবসায়ী মো. জাকির মাস্টার। এঘটনায় ভুক্তভোগীরা একাধিকবার বলার পরেও তিনি মেয়াদোত্তীর্ণ গোখাদ্য (ভুসি) দেদারসে বিক্রি করেই আসছে। 

এমন পরিস্থিতিতে একাধিক ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোখাদ্য (ভুসি) বিক্রেতা মো. জাকির মাস্টারকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আখাউড়া সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোখাদ্য (ভুসি) বিক্রেতার দোকানে অভিযান চালানো হয়। 

এসময় গোখাদ্য (ভুসি) বিক্রেতা মো. জাকির মাস্টারের দোকানে মেয়াদোত্তীর্ণ গোখাদ্য (ভুসি) রেখে বিক্রি করতে দেখা যায়। এসময় ওই ব্যবসায়ীকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।  এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এইচআর

Link copied!