Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

শরীয়তপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

শরীয়তপুর  প্রতিনিধি

শরীয়তপুর প্রতিনিধি

জুন ১০, ২০২৩, ০৪:২৫ পিএম


শরীয়তপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

শরীয়তপুরে বিচার বিভাগ ও পুলিশ বিভাগে কর্ররত কর্মকর্তা বৃন্দের উপস্থিতিতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে শনিবার ( ১০ জুন ২০২৩) দুপুরে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২য় তলায় উক্ত পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়। 

পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সালেহুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল হক। 

এছাড়া আরো উপস্থিত ছিলেন শরীয়তপুরে কর্মরত বিচারক বৃন্দ, শরীয়তপুর সদর হাসপাতালের আএমও ডাঃ সুমন পোদ্দার, শরীয়তপুর জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ বৃন্দ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সহ আইনজীবী বৃন্দ সহ প্রমুখ।

এ সময় শরীয়তপুরে বিচার বিভাগ ও পুলিশ বিভাগে কর্মরত কর্মকর্তা বৃন্দের উপস্থিতিতে কিভাবে জেলার আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থা যথাযথ ভাবে পরিচালনা করা যায় সে বিষয়ে আলোচনা হয়।

আরএস
 

Link copied!