মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
জুন ১১, ২০২৩, ০৩:৪৪ পিএম
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
জুন ১১, ২০২৩, ০৩:৪৪ পিএম
পিরোজপুরের মঠবাড়িয়ায় নারী উদ্যোক্তা ফোরামের উদ্যোগে কেএম লতীফ ইনস্টিটিউশনের অডিটরিয়ামে দিনব্যাপী ফ্রি- চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জুন) সকালে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর- ৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ রুস্তুম আলী ফরাজি প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন।
ইস্পাহানী ইসলামীয়া চক্ষু হাসপাতালের অভিজ্ঞ ডাক্তারেরা দিনব্যাপী বিভিন্ন বয়সের ৩ শতাধিক নারী পুরুষের চিকিৎসা সেবা দেন। বে-সরকারী উন্নয়ন সংস্থা তরী মহিলা সংস্থা নিয়মিত এক কার্যক্রমের আয়োজন করে আসছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তরী মহিলা সংস্থা সভানেত্রী বীণা রানী দত্ত‘র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মঠবাড়িয়া থানার ওসি (অপারেশন) আব্দুল হালিম, শিক্ষক মোঃ খলীলুর রহমান, প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, উপজেলা নারী উদ্যোক্তা ফোরামের আহবায় কোহিনুর বেগম, সাংবাদিক ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক সুমন বেপারী, নারী উদ্যোক্তা আখিনুর বেগম প্রমূখ। এসময় স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ মাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।
আরএস