Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

রাউজানে নিখোঁজের ১২ ঘন্টা পর খালে মিলল নারীর মরদেহ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

জুন ১২, ২০২৩, ০৩:৫৭ পিএম


রাউজানে নিখোঁজের ১২ ঘন্টা পর খালে মিলল নারীর মরদেহ

চট্টগ্রামের রাউজান উপজেলায় নিখোঁজের ১২ ঘন্টা পর খাল থেকে ফাতেমা আকতার (২৯) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জনতা। সোমবার (১২ জুন)  ভোর ৬টায় উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বদুপাড়া গ্রামের হৃদের খাল থেকে সৃষ্ট একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফাতেমা ওই এলাকার কালা মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, গত রোববার সন্ধ্যা ৬টায় নিখোঁজ হন ফাতেমা। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখোঁজি করে সন্ধান পায়নি পরিবার। পরে সোমবার ভোরে একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশকে না জানিয়ে মরদেহ দাফন করেন পরিবারের সদস্যসহ স্থানীয়রা।

এ বিষয়ে পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উদ্দিন বলেন, ফাতেমা নামে এক নারী সন্ধ্যায় নিখোঁজ হন। সোমবার একটি খালে তার মরদেহ পাওয়া যায়। ফাতেমা ভাতাভুক্ত প্রতিবন্ধী ছিলেন। কারো কোনো অভিযোগ নেই।

এ প্রসঙ্গে রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন বলেন, ‘নারীর মরদেহ উদ্ধারের বিষয়ে এখনো পর্যন্ত থানায় কেউ কোনো তথ্য জানায়নি। খবর নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এআরএস

 

Link copied!