Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সিরাজদীখানে মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

জুন ১২, ২০২৩, ০৪:৩২ পিএম


সিরাজদীখানে মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের সিরাজদীখানে পৃথক অভিযানে ৫৭ পুরিয়া হেরোইনসহ ২ মাদক কারবারি ও চোরাই লোহার রডসহ ২ চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বয়রাগাদি ইউনিয়নের চিকনাসার গ্রামের আব্দুল মোল্লার ছেলে সেলিম মোল্লা(৩৬), রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের আব্দুল আলিম শেখের ছেলে মো. লিয়ন শেখ(২৩), উত্তর ঘোড়ামারা গ্রামের রবিউল্লাহ’র ছেলে মনির (৪৩), পলাশপুর গুচ্ছ গ্রামের মৃত শরিফ উদ্দিনের ছেলে হাফিজ (৪০)।

সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক জানান, ২৭ পুরিয়া হেরোইনসহ সেলিম, ৩০ পুরিয়া হেরোইনসহ মো. লিয়নকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বাসাইল ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের রেলওয়ে সেতুর চোরাইকৃত প্রায় ৬০ কেজি ওজনের লোহার রডসহ ২ চোরকে গ্রেপ্তার করা হয়। এ চারজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে সোমবার (১২ জুন) দুপুরে আদালতে প্রেরণ করা হয়।

এআরএস
 

Link copied!