কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
জুন ১২, ২০২৩, ০৮:০৭ পিএম
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
জুন ১২, ২০২৩, ০৮:০৭ পিএম
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে ইউপি দফাদার ও মহল্লাদারদের মাঝে সাইকেল ও পোশাক সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সোমবার (১২ জুন) সকাল ১০ টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, গ্রাম পুলিশ, দফাদার ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির কালিগঞ্জের গ্রাম পুলিশের কার্যকারী ভূমিকার প্রশাংসা করেন তিনি বলেন তাদের বিভিন্ন স্থানে প্রতিটিন দায়িত্ব পালন করতে হয় আমরা সাইকেল দিলাম এটি তাদের কাজে আসবে। নতুন পোশাকে তাদের দায়িত্ব পালনে এবং শোভা বাড়াবে। আমরা কালিগঞ্জ কে আরো সুন্দর দেখতে চাই’।
এআরএস