Amar Sangbad
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫,

পঞ্চগড়ে পিজি খামারিদের দিনব্যাপী প্রশিক্ষণ

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় প্রতিনিধি

জুন ১৩, ২০২৩, ০৫:৫৭ পিএম


পঞ্চগড়ে পিজি খামারিদের দিনব্যাপী প্রশিক্ষণ

পঞ্চগড় সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পর আওতায় পিজি খামারিদের জন্য মঙ্গরবার (১৩ জুন) দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মো. আব্দুর রহিম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি মো. আমিরুল ইসলাম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি হাসপাতালের চিকিৎসক ডা. মো. শহিদুল ইসলাম।

প্রশিক্ষণে শতাধিক খামারি অংশগ্রহণ করেন। লাইভস্টক এন্ড ডেইরি ডিভেলোপমেন্ট প্রজেক্ট প্রাণী সম্পদ অধিদপ্তর অর্থায়নে অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন ভেটেরিনারি সার্জন ডা. মরিয়ম রহমান, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোছা. মিলি আরা প্রমুখ।

এইচআর

Link copied!