Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

শ্রমিকের মৃত্যুতে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

জুন ১৪, ২০২৩, ০৪:৪৪ পিএম


শ্রমিকের মৃত্যুতে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের জিরানী এলাকায় পোশাক কারখানার শ্রমিক নিহতের ঘটনায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এর ফলে এই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদেরকে বুঝিয়ে ৩ ঘণ্টা পর গাড়ি চলাচল স্বাভাবিক করে।

বুধবার (১৪ জুন) সকালে পোশাক কারখানার শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ পালন করে।

কাশিমপুর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সৈয়দ রাফিউল করিম রাফি জানান, সকালে জিরানী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কে রিকশায় এক শ্রমিক কারখানায় যাচ্ছিলেন। এসময় পেছনের দিক থেকে একটি বাস ওই রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হামীম গ্রুপের দ্যাটস ইট নিট লিমিটেডের পোশাক কারখানার শ্রমিক মৃত্যুবরণ করেন।

তিনি আরো জানান, ঘটনাটি জানাজানি হলে ওই কারখানার শত-শত শ্রমিক চন্দ্রা-নবীনগর সড়কের ২লেন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে সকল প্রকার গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে ৩ ঘন্টা চেষ্টা করে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

এআরএস

Link copied!