Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

জুন ১৫, ২০২৩, ১১:৪৪ এএম


চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বজ্রপাতে আব্দুল গাফ্ফার আলী (৩২) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি খাদিমপুর ইউনিয়নের আলিয়াটনগর গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

বুধবার (১৪ জুন) বিকেল সাড়ে ৫টায় পাঁচকমলাপুর আলিয়াটনগর গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে। এ সময় হালিম বিশ্বাস (৩৫) নামে আরও এক কৃষক আহত হয়েছেন।

নিহতের বাবা হাফিজুর রহমান বলেন, বুধবার বিকেলে রংপুর ও পাঁচকমলাপুর গ্রামের মাঝামাঝি মাঠে চাষ করার জন্যে যায় আমার ছেলে। বিকেলে আকাশে প্রচণ্ড মেঘ হয়ে ঝড় বৃষ্টি শুরু হয়।

এসময় বজ্রপাতে আমার ছেলে আব্দুল গাফ্ফার গুরুতর আঘাতপ্রাপ্ত হয় এবং সঙ্গে থাকা মোবাইল ফোনটিও পুড়ে যায়। তার পাশে থাকা বন্ধু হালিমও হাতে আঘাত প্রাপ্ত হয় বজ্রপাতে। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক গাফ্ফারকে মৃত ঘোষণা করেন।

ওসি বিপ্লব কুমার নাথ জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা লিপিবদ্ধ করা হয়েছে।

এইচআর

Link copied!