Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

দোয়ারাবাজারে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

জুন ১৫, ২০২৩, ০২:৫৪ পিএম


দোয়ারাবাজারে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টায় উপজেলার লক্ষীপুর ইউনিয়নের কচুবিল বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল(৪২) উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এরুয়াখাই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কচুবিলে বেড়িবাঁধ মাছ ধরতে যান ইসমাইল। কচুবিল বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে বজ্রপাতে ঘটনাস্থলে ইসমাইল মারা যান।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর জানান, বজ্রপাতে মৃত ইসমাইলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরএস

Link copied!