Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সাংবাদিক নাদিম হত্যা:

মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের শোক ও নিন্দা

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জুন ১৫, ২০২৩, ০৬:৪১ পিএম


মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের শোক ও নিন্দা

জামালপুরে বকশিগঞ্জে বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ওপর হামলা ও তাকে হত্যার ঘটনায় জড়িতের শাস্তির দাবি করেছে মেলান্দহ উপজেলা প্রেসক্লাব। নাদিমের মৃত্যুর ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছে সংগঠনটি।

নাদিম হত্যার বিচার না হলে তীব্র আন্দোলন ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে এমইউপি।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ রানা, সাধারণ সম্পাদক সাকিব আল হাসান নাহিদ, সহ-সভাপতি মো. ইমরান মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রকিব হাসান নয়ন, কোষাধ্যক্ষ সাজ্জাদ হোসাইন, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক রোমান আহমেদসহ আসাদুজ্জামান, মমিনুল ইসলাম, রবিউল ইসলাম, রাসেল রানা কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

বিবৃতিতে তারা বলেন, গোলাম রাব্বানী নাদিমকে হত্যার ঘটনায় দোষীদের খুঁজে বের করে অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসতে হবে। জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান নেতারা।

এইচআর

Link copied!