Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪,

কোটালীপাড়ায় কৃষি যন্ত্রপাতি বিতরণ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

জুন ১৬, ২০২৩, ০৯:৩২ পিএম


কোটালীপাড়ায় কৃষি যন্ত্রপাতি বিতরণ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কৃষক লীগের পক্ষ থেকে কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জুন) কোটালীপাড়া আ.লীগের দলীয় কার্যালয়ে উপজেলা কৃষকলীগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির  সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খান মো. কামরুল ইসলাম লিটু।

কোটালীপাড়া কৃষক লীগের সাধারণ সম্পাদক রতন মিত্রর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কোটালীপাড়া উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোটালীপাড়া আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আ.লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন খানসহ ইউনিয়ন কৃষক লীগের নেতারা উপস্থিত ছিলেন। পরে ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কৃষকের মধ্যে বারোটি স্প্রে মেশিন ও ৩২ টি আগাছা নিরানো মেশিন বিতরণ করা হয়।

এইচআর

Link copied!